শপথ নিয়ে মেয়র বললেন পরিচয় পাল্টে গেল
হারাগাছ ও নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা শপথ নিয়েছেন
রংপুরের হারাগাছ ও নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা শপথ নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের শপথবাক্য পাঠ করানো হয়। বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভুঞা মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকারের পরিচালক ইব্রাহীম খান।
শপথ অনুষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভুঞা বলেন, আজ থেকে আপনাদের দায়িত্ব বেড়ে গেল। আপনারা নিজ নিজ এলাকার জনপ্রতিনিধি। শপথ পবিত্র আমানত। এটি ভঙ্গ করা যাবে না। আপনাদের কাঁধে জনগণের প্রত্যাশা ও পৌরসভার উন্নয়ন। সঠিকভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে এলাকার ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন আপনারা।
বিজ্ঞাপন
শপথ নিয়ে অনুভূতি ব্যক্ত করে হারাগাছ পৌরসভার মেয়র এরশাদুল হক এরশাদ বলেন, এখন থেকে আমার পরিচয় পাল্টে গেল, আজ থেকে আমি সেবক। জনগণ ভোট দিয়ে আমাকে সেবা করার যে দায়িত্ব দিয়েছে, তা সঠিকভাবে পালন করব। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ ও দশের জন্য কাজ করব। এলাকার প্রত্যাশিত উন্নয়ন করাই আমার লক্ষ্য।
সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবী বলেন, মানুষের অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা। সরকারপ্রধান যেভাবে দেশের প্রত্যেক অঞ্চলের উন্নয়নে কাজ করছেন, সেই কাজের সহযোগী হয়ে আমি এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। সৈয়দপুরকে উন্নত ও মডেল পৌরসভায় পরিণত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
রাফিকা আক্তার জাহান বেবী সৈয়দপুর পৌরসভার প্রথম নারী মেয়র। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে ২৮ হাজার ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক এরশাদ ১৭ হাজারের বেশি ভোট পেয়ে হারাগাছ পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২৮ ফেব্রুয়ারি রংপুর বিভাগের সৈয়দপুর ও হারাগাছ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ফরহাদুজ্জামান ফারুক/এএম