ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্বেচ্ছাসেবক লীগ নেতার
নিহত ইসমাইল হোসেন
সাতক্ষীরা সদর উপজেলায় ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ মার্চ) দুপুরে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন (৩৫) কলারোয়া উপজেলার গদখালির আক্তার হোসেনের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এবং বতমানে বর্তমানে উপজেলা কমিটির সদস্য। পাশাপাশি দৈনিক বঙ্গভূমি পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় মোটরসাইকেল আরোহী ইসমাইলকে ধাক্কা দেয় ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টর। আহত অবস্থায় ইসমাইলকে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, জুমার নামাজ পড়ার জন্য তড়িঘড়ি করে বাড়ি ফিরছিলেন ইসমাইল। ট্রাক্টরের ধাক্কায় পথিমধ্যে প্রাণ হারান তিনি। মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবার অভিযোগ দিলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/এএম