যশোরের সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় নয়ন হোসেন মোল্যা (৫২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত তার ছেলে জাফর মোল্যা (২০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নয়ন মোল্যা ও তার ছেলে জাফর একটি মোটরসাইকেলে খাজুরা এলাকা থেকে যশোরের দিকে আসছিলেন। ওই সময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেলের চালক নয়ন মোল্যা দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান। মোটরসাইকেলের আরোহী তার ছেলে গুরুতর আহত হন

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে যশোর সদর উপজেলার হুদারাজাপুর এলাকায় ঘটে। নিহত নয়ন মোল্যা যশোর সদরের হৈবতপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় ব্যক্তিরা জানান, নয়ন মোল্যা ও তার ছেলে জাফর একটি মোটরসাইকেলে খাজুরা এলাকা থেকে যশোরের দিকে আসছিলেন। ওই সময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেলের চালক নয়ন মোল্যা দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান। মোটরসাইকেলের আরোহী তার ছেলে গুরুতর আহত হন।
 
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেন খান বলেন, হাসপাতালে আনার আগেই নয়ন মারা যান। তার ছেলের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, মরাদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

এনএ