আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় যেসব নেতাকর্মীকে অব্যাহতি প্রদান করা হয়েছিল তাদের অব্যাহতির আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। 

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় এ ঘোষণা দেন তিনি। রোববার (২ এপ্রিল) সকালে শহরের দলীয় কার্যালয়ে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দীপংকর তালুকদার এমপি। এসময় সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরসহ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে পরিচয় পর্ব শেষে দীপংকর তালুকদার বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে যারা নির্বাচন করেছেন তাদেরকে দল থেকে অব্যাহিত প্রদান করা হয়েছিল। সেই সব দলীয় নেতাকর্মীদের অব্যাহতি প্রত্যাহার করা হলো। তবে তারা দলীয় আগের পদে থাকবেন না। শুধুমাত্র তারা দলীয় কর্মী হিসেবে থাকবেন। 

এসময় তিনি আরও বলেন, যারা জেলা আওয়ামী লীগের কমিটিতে সম্পাদকমণ্ডলী পদে অন্তর্ভুক্ত হয়েছেন এমন কেউ যদি উপজেলা আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনের দায়িত্বে থেকে থাকেন তাদের আজকের মধ্যে পদত্যাগপত্র দলীয় কার্যালয়ে জমা প্রদান করতে হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা। তিনি বলেন, নতুন কমিটির এই পরিচিতি সভার মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগ আরও গতিশীল হবে। পূর্বে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলেও আজ থেকে তার অবসান হলো। 

মিশু মল্লিক/এমএএস