যুবদলের কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদলের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তন থেকে তাদের আটক করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, শান্তিপূর্ণ অনুষ্ঠানের কথা বলে যুবদলের নেতাকর্মীরা উসকানিমূলক বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ওই ঘটনায় যুবদলের ২২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। 

কুমিল্লা মহানগর যুবদলের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে যুবদলের প্রতিনিধি সম্মেলন এবং ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দেন। মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিভাগীয় যুবদলের প্রতিনিধি সম্মেলনে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বক্তব্য দেওয়া শুরু করলে হঠাৎ পুলিশ এসে বলে তারেক রহমান বক্তব্য দিতে পারবেন না। পুলিশ এলইডির কানেকশন বন্ধ করার জন্য জোরাজুরি করলে অনুষ্ঠানে উপস্থিত শত শত নেতাকর্মী উত্তেজিত হয়ে পড়েন। তখন একটু বাগবিতণ্ডা হয়। 

আরিফ আজগর/আরএআর