রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তপামাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানা গেছে, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এমন পরিস্থিতি থাকতে পারে আরও কয়েক দিন।
বিজ্ঞাপন
জানা গেছে, রাজশাহীতে গত চার দিন থেকে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে। ৩ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। তার পরদিন ৪ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যায়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল বুধবার তাপমাত্রা কমে সর্বোচ্চ ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ বৃহস্পতিবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখন পর্যন্ত রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়া সংশ্লিষ্টরা।
তারা বলছেন, গত মার্চ মাসে রাজশাহীতে চার দিন বৃষ্টিপাত হয়েছে। এছাড়া এপ্রিল মাসের শুরুতেই একদিন বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি স্বস্তি দিলেও মেঘের কারণে কিছুটা বেশি গরম অনুভূত হচ্ছিল। তবে সর্বোচ্চ তপামাত্রা বাড়েনি। একই সঙ্গে রৌদের তেমন তীব্রতাও কম ছিল।
বিজ্ঞাপন
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রাজিব খান বলেন, আজ রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে এটিই সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে। এছাড়া রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। তাপমাত্রা আরও বাড়তে পারে।
শাহিনুল আশিক/আরএআর