ঘুষের টাকাসহ গ্রেপ্তার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শরীয়তপুরের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে শরীয়তপুরের পালং মডেল থানায় হস্তান্তর করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল শুক্রবার (৭ এপ্রিল) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে। দুর্নীতি দমন আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, মোহাম্মদ মনির হোসেনকে আজ আদালতে তুলতে পারিনি। আগামীকাল তাকে শরীয়তপুরের আদালতে সোপর্দ করব। আমরা তাকে পালং মডেল থানায় নিয়ে পৌঁছে দিয়েছি। 

মামলার বাদী দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘুষসহ হাতে নাতে ধরার পর ঘুষের ৫০ হাজার নগদ টাকা, ঘুষ গ্রহণ করার সময় তার কাছে পাওয়া নথিপত্র, সাইট টেবিল ও দুটো মোবাইল জব্দ করেছে দুদক।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিসিক শরীয়তপুরের উপব্যবস্থাপক মনির হোসেনকে থানায় পৌঁছে দিয়েছে দুদক। রাতে তিনি আমাদের হেফাজতে থাকবেন। 

আরএআর