খুলনায় তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিন হাজার ৮৭৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা মহানগরীর বড়বাজারে এই অভিযান চালিয়েছে র‌্যাব ও পরিবেশ অধিদপ্তর।

এ সময় ওই তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে দোকান মালিক মো. লিমনকে ৩০ হাজার, মো. রনিকে ১৫ হাজার ও রনিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের জেলা ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর আব্দুর রকিব জানান, পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত খাজা খান জাহান আলী হকার্স মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব। এ সময় তিনটি প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ ঘোষিত ও পরিবেশের জন্য ক্ষতিকর তিন হাজার ৮৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়। উদ্ধারকৃত পলিথিন পরে ধ্বংস করা হয়েছে। এছাড়া জরিমানার অর্থ আদায়ের পর সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। নিষিদ্ধ পলিথিন জব্দে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোহাম্মদ মিলন/এমজেইউ