টাঙ্গাইল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
টাঙ্গাইল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া এই আসামির নাম লাল মিয়া (৩৮)। বাসাইল উপজেলার খাটোরা গ্রামের মৃত নাসিম উদ্দিনের ছেলে সে।
বিজ্ঞাপন
টাঙ্গাইল কারাগারের জেল সুপার মো. মোকলেছুর রহমান জানান, লাল মিয়া অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিজিৎ ঘোষ/এনএফ
বিজ্ঞাপন