সিরাজগঞ্জের এনায়েতপুরে ওজনে চাল কম দেওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এনায়েতপুরের বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ২৫ কেজির চালের বস্তায় ২৩ কেজি ৩৮০ গ্রাম চাল বিক্রি করছিল পূর্বালী স্টোর। তাদের ২৫ কেজির চালের বস্তা ওজন দিয়ে দেখা যায় প্রায় পৌনে দুই কেজি চাল কম। পূর্বালী স্টোরকে এই অপরাধে ২০ হাজার, রহিম মুরগির ঘরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে স্বর্ণা মিষ্টি ভাণ্ডারকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর আলি নেওয়াজ চৌধুরী, চৌহালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হালিম ও এনায়েতপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুভ কুমার ঘোষ/আরএআর