রংপুরে এক হাজার হতদরিদ্র, অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) দুপুরে রংপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহারসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেরিনুল মর্তুজা মেরিন, সাবেক প্রচার সম্পাদক মুখতার এলাহী মুরাদ, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সোবহান সরকার, সাবেক সহ-সম্পাদক প্রশান্ত রায় প্রমুখ।

এ সময় অসচ্ছল ব্যক্তিদের হাতে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ