একমাত্র আ.লীগের কাছে দেশ নিরাপদ : এমপি ইব্রাহিম
নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেছেন, আওয়ামী লীগ সব সময় গরিব-অসহায় মানুষদের পাশে থাকে। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি যা হয়েছে তা কেবল আওয়ামী লীগের সময়েই হয়েছে। একমাত্র আওয়ামী লীগের কাছেই বাংলাদেশ নিরাপদ।
রোববার (৯ এপ্রিল) দুপুরে চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নে ঈদ উপহার শাড়ি-লুঙ্গি বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, করোনা থেকে শুরু করে যে কোনো দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাশে থাকেন। আমি উনার প্রতিনিধি হিসেবে আপনাদের সেবা করছি মাত্র। আপনাদের সন্তান হিসেবে সব সময় পাশে থাকব। যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। আমার দরজা সব সময় আপনাদের জন্য খোলা আছে।
বিজ্ঞাপন
এইচ এম ইব্রাহিম বলেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারব কোনো সরকারি বরাদ্দ আমি তছরুপ করিনি। সব সময় আমি উন্নয়নের পক্ষে। আপনারাও আগামী নির্বাচনে নৌকার পক্ষে থাকবেন। বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় স্বচ্ছ থাকেন। তার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
জানা যায়, রোববার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষ্যে নিজস্ব তহবিল থেকে চাটখিল উপজেলার সাহাপুর, রামনারায়নপুর ও হাটপুকুরিয়া হাটলাবাগ ইউনিয়নের ছয় হাজার মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
এদিকে উপহারের শাড়ি-লুঙ্গি পেয়ে খুশি হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বাসিন্দা বাসন্তী রায়। তিনি ঢাকা পোস্টকে বলেন, উপহার পেয়ে খুব খুশি হয়েছি। এমপি সাহেব সব সময় আমাদের খবর রাখেন। এই শাড়ি-লুঙ্গি দিয়েই এবারের ঈদ করবো। এমপি সাহেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।
সাহাপুর ইউনিয়নের বাসিন্দা তোফায়েল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী আমাদের এমন একজন মানুষ দিয়েছেন যিনি সব সময় আমাদের কথা ভাবেন। আমরা সব সময় এমপি ইব্রাহিমকে পাশে পাই।
এ সময় চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম, সদস্য মঞ্জুরুল আসান স্বপন, ইউপি চেয়ারম্যান এইচএম বাকী বিল্লাহ, চেয়ারম্যান হারুনুর রশীদ বাহারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এমজেইউ