আমাদের একমাত্র লক্ষ্য জনগণের সেবা : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দূর-দূরান্ত থেকে যারা বিচারপ্রার্থীরা আসেন, তাদের কথা চিন্তা করে ন্যায়কুঞ্জ করা হচ্ছে। এই ন্যায়কুঞ্জে দূর-দূরান্তে থেকে আসা বিচারপ্রার্থীরা বিশ্রাম নেবেন, থাকবে দুটি টয়লেটের ব্যবস্থা। মায়েদের জন্য থাকবে ব্রেস্ট ফিডিং কর্নার, এছাড়াও একটা ফাস্টফুড কর্নার থাকবে।
রোববার (৯ মার্চ) দুপুরে রাজবাড়ী আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রধান বিচারপতি বলেন, আমাদের একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা। ন্যায়কুঞ্জের কনসেপ্টটা এসেছে যাতে গ্রামগঞ্জের মানুষ সহজেই সেবা পান। বিচারপ্রার্থীরা যাতে আদালতে এসে কোনো দুর্ভোগ না পোহান। বিশেষ করে নারীরা তাদের সন্তান নিয়ে এই ন্যায়কুঞ্জে বসে যেন একটু বিশ্রাম নিতে পারেন। এই আদালত, এই অফিস সব কিছুই জনগণের স্বার্থে।
তিনি আরও বলেন, মামলা জট কমাতে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের বিচারকের যে স্বল্পতা রয়েছে তাও কমিয়ে আনার চেষ্টা চলছে। বিচারকদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পেলে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, দেশে মামলার সংখ্যা আছে ৩৫ লাখ আর বিচারকের সংখ্যা ২ হাজার। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই মামলার জট ছাড়াতে আমরা আরও বিচারক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রসেস এগিয়ে যাচ্ছে। বিচারকের সংখ্যা বেড়ে গেলে ইনশাআল্লাহ আস্তে আস্তে মামলার জট কমে আসবে।
পরে জেলায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান বিচারপতি।
ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, (আদালত নং-১) জান্নাতুন লিলিফা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান/আরএআর