বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ
মাদারীপুরে বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় ডাসার উপজেলার খান্দুলী গ্রামে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ডাসারের কাঠালতলী বাজারে কর্মসূচি পালন করে বিএনপি। এই কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপি ও ছাত্রলীগের দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় ডাসার থানায় মামলা হলে সেই মামলায় বিএনপি নেতা আনিসুর রহমান খোকনসহ ৪ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিজ্ঞাপন
ওই ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে সমাবেশ করে উপজেলা ছাত্রলীগ। সমাবেশ শেষে বিএনপি নেতা আনিসুর রহমান খোকনের বাড়িতে হামলা চালায় তারা। এসময় বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলেও অভিযোগ করেন দলটির নেতা-কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য গাউসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বিএনপির সাবেক এমপি প্রার্থী খোকন তালুকদারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে ছাত্রলীগ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
বিজ্ঞাপন
তবে, ডাসার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমতাজুল কবীর ঢাকা পোস্টকে বলেন, আগেরদিন আমাদের ওপর অতর্কিত হামলা চালায় বিএনপি নেতা-কর্মীরা। আজকে আমরা তাদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছি। তাদের ঘর-বাড়ি আমরা ভাঙচুর করি নাই। তারা নিজেরা ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।
এ বিষয়ে ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, বিএনপি অন্য জেলা থেকে লোক ভাড়া করে এনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিচ্ছিল। তখন আমাদের ছাত্রলীগের ছেলেরা তাদের নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় আমাদের আওয়ামী লীগ নেতা-কর্মীরা আহত হন।
এ ব্যাপারে ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। কোনো সমস্যা নেই। ছাত্রলীগের সমাবেশ চলাকালে কিছুটা উত্তেজনা ছিল।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে বিএনপি মনোনিত এমপি প্রার্থী ছিলেন আনিসুর রহমান খোকন তালুকদার।
রাকিব হাসান/এবিএস