নরসিংদীর মাধবদী উপজেলায় প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে (২৪ ডিসেম্বর) ওই ছাত্রীর মা বাদী হয়ে আটজনকে আসামি করে মাধবদী থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন আরিফ মিয়া (২৩), মো. আশিকুর (২১), খোকন মিয়া (২৫), রুবেল মিয়া (২৪), নসর উদ্দিন (৫০), মিসির আলী (৪৫), রওশন আরা (৪৫) ও জাকির হোসেন (৪০)। আসামিরা সবাই একই পরিবারের সদস্য।

গত রোববার বিকেল ৩টার দিকে ফুফার সঙ্গে বেড়াতে যাওয়ার সময় মাধবদীর চৌঘরিয়া এলাকা থেকে এ অপহরণের ঘটনা ঘটে।

ওই ছাত্রীর মায়ের অভিযোগ, অপহরণের পর থেকে পাঁচ দিন ধরে তার মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে অভিযুক্ত ছেলের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল কি-না তাও জানাননি তিনি।

মামলার এজাহার বলা হয়, রোববার বিকেল ৩টার দিকে ওই ছাত্রী তার ফুফার সঙ্গে আড়াইহাজারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় চৌঘরিয়া এলাকার একটি সড়কের ওপর সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ে ওঁৎপেতে ছিলেন আরিফ ও তার সহযোগীরা।

কিছুক্ষণ পরই ওই পথ ধরে যাওয়ার সময় তারা ওই ছাত্রীর সঙ্গে থাকা ফুফাকে কিল-ঘুষিসহ ব্যাপক মারধর করেন। এ সময় ওই ছাত্রীর মুখ চেপে ধরে সিএনজিতে উঠিয়ে অপহরণ করেন তারা।

মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, এ ঘটনায় আটজনকে আসামি করে মামলা হয়েছে। অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এএম