ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ১৯ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

গুরুতর আহত পুকিডহর গ্রামের আজিজুর রহমান, শাহ নেওয়াজ, মুজিবুর রহমান, ফিরোজ মিয়া, ফরমান খান, সমুজ খান, বদর উল্লাহ, রুনই মিয়া, সালমান, দবির মিয়া, আশরাফ খান ও সাবাজ খানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। বাকিরা দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আরজু খান ও একই গ্রামের ফিরোজ খানের লোকজনের মধ্যে গোলাগুলিসহ একাধিকবার সংঘর্ষের ঘটনা ও মামলা-মোকদ্দমা চলছে। এরই জেরে শুক্রবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা চিকিৎসক নাজিয়া মানানুল ইসলাম বলেন, আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় জড়িত ১৯ জনকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

এএম