রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে কর্মচারীর সঙ্গে বাগবিতণ্ডার জেরে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।  

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং রংপুর সদর আসনের এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করেন ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি সানাউল হুদা রিয়াদ বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারীরা প্রায়ই আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাদের হুমকির প্রতিবাদ জানাতে আমরা কর্মবিরতিতে ছিলাম। বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও আশ্বাসের ভিত্তিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। 

চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি মশিয়ার রহমান বলেন, ইন্টার্নদের অভিযোগ ভুল। সামান্য উচ্চবাচ্য করা নিয়ে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আলোচনায় বসে তা মিটিয়ে ফেলা হয়েছে। 

রমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রোস্তম আলী বলেন, ইন্টার্ন চিকিৎসকরা আমাদের না জানিয়ে ধর্মঘট শুরু করেছিল। বিকেলে কর্মচারী ইউনিয়ন ও ইন্টার্ন  চিকিৎসকদের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির আশ্বাস ও ফলপ্রসূ আলোচনায় ইন্টার্নরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কার্ডিওলজি বিভাগে এক রোগীর ছাড়পত্র নিয়ে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের কথা কাটাকাটি হয়। এরই জেরে ধর্মঘটের ডাক দেন ইন্টার্নরা। পরে অন্য ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকরাও এ কর্মসূচিতে যোগ দেন।

এএম