মাদারীপুরের শিবচরে জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার উপজেলার শেখপুর হাট থেকে ৩০ কেজি জাটকা উদ্ধার করে উপজেলার কলাতলা নৌ পুলিশ। 

নৌ পুলিশ ও ভ্রাম্যমান আদালতের কাছে জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষার জন্য ২ মাস জাটকা ধরা নিষেধ রয়েছে। এসময়ে নদ-নদী ও হাটবাজারে অভিযান চালাচ্ছে পুলিশ, ভ্রাম্যমান আদালত ও মৎস্য বিভাগ। বুধবার উপজেলার শেখপুর হাটে কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে নৌ পুলিশের টিম অভিযান চালায়। এ সময় জাটকা বিক্রিরত অবস্থায় সাইদ সিপাই (৩২) ও মিন্টু সিপাইকে (৩৮) আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৩০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়কে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম বলেন,জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দকৃত ৩০ কেজি জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে। 

রাকিব হাসান/এনএফ