আ খ ম জাহাঙ্গীরের মরদেহে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় জন্মস্থান গলাচিপার গজালিয়া ইউনিয়নের ইছাদী গ্রামের পারিবারিক গোরস্থানে মা-বাবার পাশেই তাকে দাফন করা হয়।

শুক্রবার সকালে ঢাকার মিরপুরে প্রথম জানাজা শেষে বেলা ১১টায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে আ খ ম জাহাঙ্গীরের মরদেহ আনা হয় দশমিনা উপজেলার বীজবর্ধন খামারের মাঠে। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদাসহ দশমিনা উপজেলা প্রশাসন, দলীয় ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে জাহাঙ্গীরের মরদেহ নিয়ে আসা হয় জন্মভূমি গলাচিপায়। সেখানে স্থানীয় দলীয় নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় হাইস্কুল ফুটবল খেলার মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম সরোয়ার, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন মিয়া, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোসহ যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে জাহাঙ্গীরের গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে বাবা মো. ইদ্রিস ঢালী ও মা মালেকা বেগমের পাশে তাকে সমাহিত করা হয়।

শ্রদ্ধা জানাতে এসে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, আ খ ম জাহাঙ্গীরের শূণ্যতা পূরণ হওয়ার মতো নয়। তিনি আমাদের অভিভাবক ছিলেন। এলাকার সীমানা পেরিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন।

এমএইচএস