সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি বেভারেজ কারখানা সিলগালা করে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৭ কর্মচারীকে সাজা দিয়েছে বাংলাদেশের স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

এ সময় ৩৫ লাখ টাকার অনুমোদনহীন চিপস, ললিপপ ও কেকসহ বিভিন্ন শিশু খাদ্য জব্দ করা হয়।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার দোসাইদ এলাকার এগ্রোলী ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অভিযান চালায় বিএসটিআই।  

বিএসটিআই সূত্রে জানা যায়, ওই এলাকায় কারখানাটি  চিপস, ললিপপ,     কাস্টার্ড কেক, চানাচুরসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদন  করছিল।  এসব পণ্য উৎপাদনের ক্ষেত্রে তাদের বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। এছাড়া অনুমোদন ছাড়াই বিদেশি ব্র্যান্ডের টুথপেস্ট, শ্যাম্পু ও হেয়ারজেল বিভিন্ন কসমেটিকস পণ্য মজুদ রেখেছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে আজ কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। 

বিএসটিআইয়ের সহকারী পরিচালক জিসান আহমেদ তালুকদার জানান, কারখানাটিতে পাঁচ প্রকারের পণ্যের অনুমোদন আমরা পাইনি। তাদের উৎপাদিত প্রায় ৩৫ লাখ টাকার পণ্যসহ কারখানাটি সিলগালা করা হয়েছে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার কারখানাটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে কারখানার মালিক সাইদুর রহমান অনুপস্থিত থাকায় সাত কর্মচারীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। 

অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরদারের নেতৃত্বে বিএসটিআইয়ের সহকারী পরিচালক জিসান আহমেদ তালুকদারসহ কর্মাকর্তারা অংশ নেন। এপিবিএন-৫ এর  সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।


মাহিদুল মাহিদ/এনএফ