শরীয়তপুরের ডামুড্যায় সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে চাঁদাবাজির অভিযোগে উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ এপ্রিল) দুপুরে ডামুড্যা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

জুলফিকার আলী নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কালাম চৌকিদারকে আটক করা হয়। 

অভিযোগকারী জুলফিকার আলী ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে চট্টগ্রাম থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা কেনে। ডামুড্যা উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদার আমার ছেলেকে অটোরিকশা চালাতে বাধা দেয়। কালাম চৌকিদার বলে, ডামুড্যায় অটোরিকশা চালাতে হলে ৫০ হাজার টাকা তাকে দিতে হবে। টাকা না দিলে চালাতে দেবে না। এক পর্যায়ে বাধ্য হয়ে আমি ৫ হাজার টাকা দিয়েছি। কিন্তু কিছুদিন পরে সে আবার ৫০ হাজার টাকা চায়। না দিলে গাড়ি চালাতে দেবে না। টাকা না দেওয়াতে গতকাল আমার ছেলের অটোরিকশাটা জোর করে নিয়ে যায় কালাম চৌকিদার। বিষয়টি নিয়ে ডামুড্যা থানায় আমি অভিযোগ করেছি।

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম রাতে ঢাকা পোস্টকে বলেন, কালাম চৌকিদারকে ৫০ হাজার টাকা না দিলে অটোরিকশা চালাতে দেবে না বলে হুমকি দেয়। এই মর্মে অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কালাম চৌকিদারের আটকিয়ে রাখা অটোরিকশাটি ডামুড্যা থানা পুলিশ উদ্ধার করেছে। 

এছাড়াও কালাম চৌকিদারের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল, মাদক বিক্রি, চোরাই গাড়ি বিক্রির অভিযোগ রয়েছে থানায়। ডামুড্যা উপজেলার সব অটোরিকশা, সিএনজি থেকে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা তুলতেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ পর্যন্ত ১১টি  তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ৮টি মামলা আদালতে চলমান রয়েছে।

আরকে