শ্রমজীবী-পথচারীদের নিয়ে ফুটপাতে ইফতার করলেন আ.লীগ নেতা আফজাল
পুরো রমজান মাস জুড়ে পটুয়াখালীবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে চলছে ইফতার খানা। পথচারী আর শ্রমজীবী মানুষরা নিয়মিত ইফতার করেন এখানে। তবে অন্য দিনের তুলনায় শনিবারের (১৫ এপ্রিল) ইফতারটা ছিল ভিন্ন ধরনের। এদিন রোজাদারদের ইফতার পরিবেশন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
পটুয়াখালী শহরের ফোর লেনে মাসব্যাপী ইফতার আয়োজনে দেশ-বিদেশের বিত্তবানেরা সহযোগিতা করছেন। আর শনিবারের দুই শতাধিক রোজাদারদের জন্য অ্যাডভোকেট আফজাল হোসেন ইফতারের আয়োজন করেন। ইফতার আয়োজনের যাবতীয় খরচ বহন করেন তিনি। ইফতার পরিবেশন শেষে নিজেও বসে পরেন শ্রমজীবী ও পথচারীদের সঙ্গে। ইফতার শেষ করে একসঙ্গে নামাজ আদায় করেন। ইফতারের আগে দেশ ও মানুষের কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
রিকশাচালক ফয়জুল করিম বলেন, ইফতার খানা চালু হওয়ার পর থেকে আমি সেই প্রথম রোজা থেকেই এখানে ইফতার করছি আজ হঠাৎ করে আমাদের পটুয়াখালীর সবার প্রিয় নেতা আফজাল ভাই আমাদের ইফতার খাওয়ানোর জন্য আসেন। সে আমাদের পাশে বসে ইফতার করেছেন। তাকে দেখে আমাদের খুব ভালো লাগছে।
অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন গরিব রোজাদার মানুষদের পাশে দাঁড়াতে। এ কারণে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের সহযোগিতাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। পটুয়াখালীবাসী সংগঠন রোজার প্রথম থেকে এখানে ইফতারের আয়োজন করছে। শুধু পটুয়াখালী নয় সারা বাংলাদেশের মানুষের কাছে এই ইফতার খানা উৎসাহ জাগিয়েছে। আজ এখানে ২শ মানুষের জন্য ইফতার আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা করেছি। সামনের দিনগুলোতে যদি আরও ইফতারের আয়োজন করতে হয় আমার পক্ষ থেকে করা হবে।
বিজ্ঞাপন
সেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালীবাসীর সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, প্রথম রোজা থেকে বিভিন্ন বৃত্তবানদের সহযোগিতা নিয়ে ইফতার খানার ইফতার কার্যক্রম চলে আসছে। আজ ইফতার সরবরাহ করেছেন আমাদের পটুয়াখালীর কৃতি সন্তান অ্যাডভোকেট আফজাল হোসেন ভাই। তিনি নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষদের ইফতারের আপ্যায়ন করেন। তার মত একজন বড় মাপের নেতা যথন আমাদের সেচ্ছাসেবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইফতার পরিবেশন করেন এবং সহযোগিতা করেন তখন সেচ্ছাসেবকরাও এমন মানবিক কাজে অনুপ্রেরণা পায়। তিনি সব সময় আমাদের সকল কাজে সহযোগিতা করে আসছেন।
পটুয়াখালীবাসী একটি সেচ্ছাসেবী সংগঠন। এটি পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে বিভিন্ন মানবিক কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। রমজান শুরুর আগে মধ্যবিত্ত ও কম আয়ের মানুষের জন্য রমজানের বাজার নামে একটি কার্যক্রম শুরু করে। যেখানে বাজারের থেকেও কম মূল্যে ভর্তুকী দিয়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র বিক্রি করা হয়।
মাহমুদ হাসান রায়হান/আরকে