জয়পুরহাটের পাঁচবিবিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সোনা মিয়া (৬০) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৫ এপ্রিল) রাতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তিনি মারা যান।

নিহত সোনা মিয়া পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের পাড়ইল ঠেঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে সোনা মিয়া তার কেনা সম্পত্তি বুঝে নেওয়ার জন্য পার্শ্ববর্তী কড়িয়া গ্রামে যান। তখন প্রতিপক্ষের লোকজন সম্পত্তি নিজেদের দাবি করে বৃদ্ধ সোনা মিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে বৃদ্ধ সোনা মিয়ার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোনা মিয়া মারা যান।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শহীদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ২টার দিকে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্ত করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, প্রতিপক্ষের লাঠির আঘাতে সোনা মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শাহিনুল আশিক/এমজেইউ