লক্ষ্মীপুরের রামগতিতে শ্রমিক লীগ নেতা গিয়াস উদ্দিনের বিরুদ্ধে শতাধিক পরিবারের জমি জোরপূর্বক দখল, হামলা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। রোববার (১৬ এপ্রিল) লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গেল ১২ এপ্রিল চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরপোড়াগাছা আদর্শ মসজিদের পানির পাম্প ব্যবহার নিয়ে তাদের সঙ্গে অভিযুক্ত গিয়াসের বাকবিতন্ডা হয়। এ নিয়ে থানায় অভিযোগ করেন আদর্শ মসজিদ কমিটির সভাপতি সোরাব উদ্দিন। পরবর্তীতে ভুক্তভোগীদের দোষারোপ করতে নিজের হাত কেটে হাসপাতালে ভর্তি হন গিয়াস। এছাড়া স্থানীয় শতাধিক পরিবারের জমি জোরপূর্বক দখল করে রেখেছেন গিয়াস উদ্দিন। এ ঘটনায় লক্ষ্মীপুর আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।

মসজিদ কমিটির সভাপতি সোরাব উদ্দিন বলেন, গিয়াস প্রকাশ্যে আমাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। পরে নিজের হাত নিজে কেটে আমাদের বিরুদ্ধে মামলা করার পাঁয়তারা করছেন। রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে তিনি স্থানীয় শতাধিক পরিবাকে জিম্মি করে রেখেছেন। তার বিরুদ্ধে কথা বললেই হামলা চালিয়ে মারধর করা হয়। পরে সাজানো ঘটনা দিয়ে মামলা করে হয়রানি করা হয়।

এ বিষয়ে চরপোড়াগাছা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি গিয়াস উদ্দিন বলেন, গত ১২ এপ্রিল সোরাব, জাহের ও নুরুল ইসলাম মাঝি আমাকে এলোপাতাড়ি পিটিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আমার হাতে আঘাত করেছে। গত ১০ বছরের মধ্যে কারো জমি দখল করেছি, এমন কোনো ঘটনা কেউ দেখাতে পারবে না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটানো হচ্ছে।

এ ব্যাপারে জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারী বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। খোঁজ নেওয়া হবে।

হাসান মাহমুদ শাকিল/এবিএস