ফরিদপুরে ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
ফরিদপুরের ভাঙ্গায় ছেলেধরা সন্দেহে সামচেল মোল্লা (৩৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সামচেল মোল্লা ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের বারেক মোল্লার ছেলে।
এলাকাবাসী জানান, ভাঙ্গার পুখুরিয়ার নাজিরপুর এলাকার খাইরুল মীরের ছেলে রিতাজ মীরকে (৮) ওই ব্যক্তি (সামচেল মোল্লা) নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানাটানি করেন। এ সময় ওই ছেলের সঙ্গে থাকা লোকজন ‘ছেলেধরা’ বলে চিৎকার করেন। তখন সামচেল দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী ও পথচারীরা তাকে পুখুরিয়া সেতুর উপর গণপিটুনি দেয়। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হন সামচেল। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক সামচেলকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে সামচেল মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। তিনি ওই শিশুটিকে ‘চল তোকে ইন্ডিয়া নিয়ে যাই’ এ কথা বলে টানাহেঁচড়া করেন। তখন শিশুটি কেঁদে ওঠে। এ সময় শিশুর সঙ্গে থাকা তার ভাই ও ভাইয়ের বন্ধু ছেলেধরা বলে চিৎকার করলে এ ঘটনা ঘটে।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জহির হোসেন/এমজেইউ