কুষ্টিয়ায় বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমানের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

রোববার (১৬ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া সার্কিট হাউজে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার বৈঠকে এ ঘটনা। 

বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমানকে সোফা থেকে উঠিয়ে সেই স্থানে সৈয়দা হাবিবা নামে এক নারী বসেন। তবে অভিযোগটি অস্বীকার করেছেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সাবেক সভাপতি রোটারিয়ান সৈয়দা হাবিবা (এ.কে.এস)। এ ঘটনায় ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল ৫টার দিকে সার্কিট হাউসে ভারতীয় হাইকমিশনের সঙ্গে কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের নেতাদের বৈঠক চলছিল। ভারতীয় হাইকমিশনার, বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবুর রহমান ও তার স্ত্রীসহ হাই কমিশনের কর্মকর্তারা সামনের সারিতে বসেছিলেন। বৈঠক চলাকালে হঠাৎ সামনের সারি থেকে মজিবুর রহমানকে উঠিয়ে দিয়ে সৈয়দা হাবিবা বসেন। 

উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, বিআরবি চেয়ারম্যানের মেয়ের বয়সী হবে সৈয়দা হাবিবা। হাবিবা তাকে সোফা থেকে উঠিয়ে নিজে বসেন। হাবিবার এই আচরণকে অশোভন বলে দাবি করেছেন উপস্থিত অনেকেই। এ সময় কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজী রবিউল ইসলাম তার চেয়ার ছেড়ে বসার সুযোগ করে দেন মজিবর রহমানকে।  

কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তাছাড়া ওই ঘটনায় কারো কোনো অভিযোগ নেই। সুন্দর পরিবেশে বৈঠক সম্পন্ন হয়েছে। হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীকে নিয়ে সমালোচনার বিষয়ে বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমান ঢাকা পোস্টকে বলেন, সার্কিট হাউসের বৈঠকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কেউ আমার সঙ্গে অশোভন আচরণ করেননি। এ বিষয়ে কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। 

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সাবেক সভাপতি রোটারীয়ান সৈয়দা হাবিবা (এ.কে.এস) বলেন, আমাকে ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে সেখানে বসতে বলা হয়েছিল। সেজন্য বসেছিলাম। আমি কারও সঙ্গে অশোভন আচরণ করিনি, সোফা থেকে কাউকে উঠতেও বলিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে অপমানজনক, মিথ্যা ও মানহানিকর পোস্ট প্রচার করা হচ্ছে। যারা মিথ্যাচার করছে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

রাজু আহমেদ/আরকে