নারায়ণগঞ্জে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
নারায়ণগঞ্জের রূপসীতে ওরিয়ন ইনফেনশন লিমিটেড নামের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে আরও দুইটি ইউনিট রওনা দিয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, আজ সোমবার (১৭ এপ্রিল) বেলা ১২টা ৪৫ মিনিটে আগুন লাগায় খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে দুইটি ইউনিট কাজ করছে। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে আরও দুইটি ইউনিট রওনা দিয়েছে।
আগুন লাগার কারণ ও হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
আবির শিকদার/এমজেইউ