বড় ভাইকে নির্দোষ দাবি করলেন এমপি ছোট মনির
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলার ১২ দিন পর সংবাদ সম্মেলন করে ঘটনাটি যড়যন্ত্র বলে দাবি করেছেন তার ছোট ভাই টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) তানভীর হাসান ছোট মনির। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এমপি ছোট মনির বলেন, টাঙ্গাইলের একটি স্বার্থান্বেষী মহল মাদকাসক্ত এক কিশোরীকে ব্যবহার করে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের মামলা সাজিয়েছে। মামলার পর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এছাড়াও মামলায় ধর্ষণের যে দিন-তারিখ উল্লেখ করা হয়েছে তার সাড়ে তিন মাস আগেই ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে বলে ডাক্তারি পরীক্ষায় জানা গেছে।
বিজ্ঞাপন
ছোট মনির অভিযোগ করেন, টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার পর একটি চিহ্নিত সন্ত্রাসী পরিবার টাঙ্গাইল থেকে বিতাড়িত হয়েছে। এ হত্যাকাণ্ডের পর আমরা টাঙ্গাইলকে সন্ত্রাসমুক্ত করার আন্দোলন শুরু করি। এ আন্দোলন এখনো অব্যাহত রয়েছে। আর এ বিষয়টি আমাদের জন্য কাল হয়েছে। তারা নানা ধরণের যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে ভূঞাপুর-গোপলপুর থেকে দলের মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকেই একটি পরিবার আমাদের বিরুদ্ধে নানা সময়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারাও বড় মনিরের বিরুদ্ধে করা মামলায় নেপথ্যে রয়েছে। সব মিলিয়ে টাঙ্গাইলে অশান্ত পরিবেশ সৃষ্টি করে আবারো একটি হত্যা ও খুনের শহরে পরিণত করতে চায় ষড়যন্ত্রকারীরা।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, একাত্তর টিভির মালিকের আত্মীয় টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তাই তারাও আমাকে হেয় করার জন্য এই ষড়যন্ত্রে যুক্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মামুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এলেন মল্লিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে এক কিশোরী (১৭)। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করা হয়েছে। মামলায় গোলাম কিবরিয়া বড় মনিরের স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে।
অভিজিৎ ঘোষ/আরএআর