গণমাধ্যমকে নিরপেক্ষ নয় বস্তুনিষ্ঠ হতে হবে : হাসানুল হক ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যমকে নিরপেক্ষ নয় জনগণের পক্ষে থাকতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নজর দিতে হবে। সংবাদে রাজাকার আর মুক্তিযোদ্ধাদের এক পাল্লায় ওজন দিয়ে মূল্যায়ন করা যাবে না।
সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পাবনা জেলা পরিষদের রশিদ হলে সাপ্তাহিক পত্রিকা পাবনার ভাবনা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
সাপ্তাহিক পাবনার ভাবনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হাসানুল হক ইনু আরও বলেন, আগামী নির্বাচনে কোন দল আসবে আর কোন দল আসবে না তা নিয়ে চিন্তার কিছু নেই। চিন্তা আরেকটি ৭৫ বা ৮২ এর পুনরাবৃত্তি হয় কিনা সেটি নিয়ে।
তিনি বিএনপির সমালোচনায় বলেন, তারা ক্ষমতায় গিয়ে অনেক অন্যায়ের মধ্যে সংবিধান পর্যন্ত পাল্টে দিয়েছিল। তারা সাম্প্রদায়িক শক্তির লেজুরিবৃত্তি করে দেশকে ধংসের পথে নিয়ে গিয়েছিল। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে শুধু স্বাধীনতা উপহার দেননি তিনি বাংলার সাড়ে সাত কোটি মানুষকে যোদ্ধা হিসেবে তৈরি করেছিলেন। তার সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উন্নত বাংলাদেশ উপহার দিয়েছেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খন্দকার গোলাম ফারুক প্রিন্স এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী,পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খাঁন, পাবনা প্রেস ক্লাবের সহ সভাপতি শহিদুর রহমান শহিদ, দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম প্রমুখ।
রাকিব হাসনাত/আরকে