বাউফলে ভর্তুকি মূল্যে মুরগি-ডিম-তেল পেলেন অসহায়রা
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ চত্বরে অসহায়-গরিবদের মাঝে ভর্তুকি মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধু ও এসএসসি ২০১৫ ব্যাচের উদ্যোগে মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভর্তুকি মূল্যে চলে বেচাকেনা।
এ সময় ২৪০ টাকা কেজির মুরগি ১২০ টাকা, ১০০ টাকার ১০টি ডিম ৫০ টাকা, ১৪৫ টাকা লিটার সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন এই ভর্তুকি মূল্যের খাদ্য সামগ্রী বিক্রির উদ্বোধন করেন। প্রথম দিন ১২৫টি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে খাবার সমাগ্রী বিক্রি করা হয়।
বিজ্ঞাপন
এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম সাগর জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে কয়েকজন বিত্তবান ও ৩০ জন বন্ধু মিলে ৩৫ হাজার টাকার মুরগি, তৈল ও ডিম কিনে তা ভর্তুকি মূল্যে গরিব-অসহায়দের মাঝে বিক্রি করা হচ্ছে। ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। বুধবার একই জায়গায় ভর্তুকি মূল্যে চিনি, সেমাই ও দুধ বিক্রি করা হবে।
দাপশপাড়া গ্রামের টমটম চালক নুরু বলেন, আমরা এসব খাবার সামগ্রী ভর্তুকি মূল্যে পেয়ে খুবই আনন্দিত। উপকৃত হয়েছি। যেখানে বাজার থেকে সয়াবিন তেল কিনতে হয় ২০০ টাকা কেজি, সেখানে আমি কিনেছি ১০০ টাকা কেজি দরে। আমাদের লাভ হয়েছে।
বিজ্ঞাপন
হোসনাবাদ গ্রামের আবদুল মজিদ বলেন, বাজারের এই ঊর্ধ্বগতির মধ্যে আমরা অর্ধেক মূল্যে পণ্য পেয়ে অনেক আনন্দিত।
মানবতার বন্ধু সংগঠনের বাউফল শাখার সভাপতি মুনতাসির বলেন, কিশোর গ্যাং কালচারকে রুখে দিতে আমরা বাউফলে মানবতার বন্ধু নামে সংগঠনটি গড়ে তুলেছি। বিত্তবান ও এসএসসি ব্যাচ ২০১৫ এর সহযোগিতায় ভর্তুকি মূল্যে এ খাবার সামগ্রী বিক্রি করতে পেরে ভালো লাগছে। রমজান মাসজুড়ে আমরা অসহায় নারীদের বাড়িতে বাড়িতে গিয়ে বিনামূল্যে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, মানবতার বন্ধু ও এসএসসি ২০১৫ ব্যাচের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ভর্তুকি মূল্যে মুরগি, ডিম ও তেল বিক্রি করা হয়েছে। এটি একটি প্রশংসনীয় কাজ। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদেরকে আমি সাধুবাদ জানাই। এর ফলে অসহায়-দরিদ্ররা অনেক উপকৃত হয়েছেন।
আরএআর