অনৈতিক কাজের অভিযোগে বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল সোমবার (১৭ এপ্রিল) রাতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ এপ্রিল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরগুনা জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি সত্ত্বর বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
বিজ্ঞাপন
সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত অন্য একটি দলীয় চিঠিতে বলা হয়, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক, অসাংগঠনিক ও অরাজনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের আলোকে বরগুনা জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। সংশ্লিষ্ট জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত বরগুনা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর বিএনপির কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
জানা যায়, গত বছরের ৮ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বরগুনা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের মাত্র ১০ মাসের মধ্যেই নানান অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আহ্বায়ক ছিলেন মাহবুব আলম ফারুক মোল্লা। সদস্য সচিব ছিলেন তারিকুজ্জামান টিটু। টিটু চলতি বছরের ৮ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লা বলেন, জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার বিষয় তিনি কোনো কিছু জানেন না। তার কাছে এখন পর্যন্ত কোনো চিঠি আসেনি।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, দল মনে করেছে বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করার দরকার। তাই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখানে অন্য কিছু নেই।
খান নাঈম/আরএআর