এই সরকারের পতনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের পতনের জন্য হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে আন্দোলন করতে হবে। শেখ হাসিনার অবৈধ সরকার রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে। এদের রাজনীতির কোনো ভিত্তি নেই। তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে রাষ্ট্রীয় কিছু কর্মকর্তাকে নিয়ে নির্যাতন, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, গায়েবি মামলা, ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে টিকে থাকার শেষ চেষ্টা করে যাচ্ছে। তাদের এই চেষ্টা সফল হতে দেওয়া যাবে না।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় মনিরা ভবনে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আমির খসরু বলেন, আমাদের মনে রাখতে হবে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে তারা জনগণের সঙ্গে জয়লাভ করতে পারবেন না। কোনো রাষ্ট্রীয় কর্মকর্তা, সরকারি গোয়েন্দা বাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকে থাকতে পারবে না। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে পরাজিত করব। শেখ হাসিনা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছেন। আমাদের বাকি কাজটা রাস্তায় নেমে রাস্তা দখল করে ফয়সালা করতে হবে।
এ সময় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, লায়ন হারুনুর রশিদ, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল্লাহ সেলিম উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আনোয়ারুল হক/আরএআর