মানুষ ভাল থাকলে বিএনপির সহ্য হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে ঈদুল ফিতর উপলক্ষ্যে ১০ হাজার অসহায় ও হতদরিদ্র মানুষদের মধ্যে শাড়ি, লুঙ্গি, খাদ্য ও নগদ অর্থ বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন। 

আবদুল কাদের মির্জা বলেন, আওয়ামী লীগের সময় মানুষ সবচেয়ে ভাল আছে। একমাত্র আওয়ামী লীগের সময়ে দেশের উন্নয়ন হয়। তবুও বিএনপির গায়ে জ্বালা তারা মানুষের সুখ দেখতে পায় না। মানুষ ভাল থাকলে বিএনপির সহ্য হয় না। আমি বিশ্বাস করি আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করবে।

কাদের মির্জা আরও বলেন, শেখ হাসিনা অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। তিনি নির্দেশনা দিয়েছেন ঈদে বিত্তশালী আত্মীয় কিংবা শুভাকাঙ্ক্ষীদের উপহার না দিয়ে অসহায় গরিবদের উপহার প্রদান করতে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের নেতা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সহযোগিতায় ৯ উপজেলা ও পৌরসভা মিলে ১০ হাজার অসহায় গরিবদের মাঝে শাড়ী, লুঙ্গী, খাদ্য ও নগদ অর্থ উপহার প্রদান করেছি। 

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি বসুরহাট পৌরসভার চারবারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন তিনি ‘অপরাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে সত্য বচনের’ কারণে তিনি জাতীয়ভাবে বেশ আলোচিত হন।

হাসিব আল আমিন/ওএফ