যানজট মুক্ত সাভার-আশুলিয়ার সড়ক, কথা রাখল পুলিশ
শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সব শিল্প-কারখানা একযোগে ছুটি হওয়ায় সবাই গ্রামের দিকে ছুটছেন। এতে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সাভারের সড়কে যানজটের সৃষ্টি হয়। কিন্তু দুই ঘণ্টার ব্যবধানে মহাসড়ক যানজট মুক্ত করে পুলিশ। এতে যাত্রীরা হাসিমুখে বলেন যে কথা রেখেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল, ও ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে দেখে যায়, যানজটমুক্ত হয়েছে প্রায় প্রতিটি সড়ক। মনেই হচ্ছে না এসব সড়কে যানজট ছিল। মহাসড়ক যেন আর ১০ দিনের মতোই স্বাভাবিক।
বিজ্ঞাপন
বাইপাইল থেকে নাটোরের উদ্দেশে রওনা হয়েছেন মানিক মিয়া। তিনি বলেন, সন্ধ্যায় যানজটের খবর শুনে রাত সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়েছি। রাত ১২টার দিকে বাইপাইলে পৌঁছে দেখি সড়ক একেবারে ফাঁকা। আমাদের যাত্রা হবে নির্বিঘ্ন। ভাবতেই অবাক লাগছে। যেখানে ঈদের দুই দিন আগে বের হয়ে ঈদের দিন বাড়ি পৌঁছতে হয়েছে সেখানে স্বাভাবিক সময়ের মধ্যেই বাড়ি ফিরতে পারব। এর জন্য পুলিশকে ধন্যবাদ জানাতেই হয়। এবার কথা রেখেছে পুলিশ।
আরেক যাত্রী কামরুল বলেন, এখন পুরো মহাসড়ক ফাঁকা। মনে হচ্ছে স্বাভাবিক সময়ের চেয়েও আগে পৌঁছতে পারব। কোথাও গাড়ি থামিয়ে যাত্রী নিতে পারছেন না চালকরা। প্রতিটি পয়েন্টে পয়েন্টে পুলিশ দাঁড়িয়ে আছে। রাস্তায় যানজটের কথা শুনেছিলাম। কিন্তু এসে দেখি পুরাই ভিন্ন চিত্র। সম্পূর্ণ কৃতিত্ব দিতে হয় পুলিশকে। তারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের যাত্রা সুগম করেছেন।
বিজ্ঞাপন
পিকআপে যাত্রী নিয়ে রংপুরের পীরগঞ্জে যাচ্ছেন সোহেল মিয়া। তিনি ঢাকা পোস্টকে বলেন, প্রতিবছরই আমরা যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে যাই। অনেকে ভাড়া বাঁচাতে পিকআপ রিজার্ভ করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু একটি জায়গায় ব্যতিক্রম দেখছি। তা হলো বাইপাইল থেকে চন্দ্রা পর্যন্ত পোঁছতে রাত ফুঁড়িয়ে যেতো। কিন্তু আজ আধা ঘণ্টায় চন্দ্রা পৌঁছে গেছি। এতেই বোঝা যায় এবার যাত্রা হচ্ছে নির্বিঘ্ন ও সুগম।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মিজানুর রহমান বলেন, আমরা সড়ক স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা করেছি। এতে আমরা সফলও হয়েছি। সড়কে কোনো যানজট নেই, একেবারে ফাঁকা। যেখানেই সমস্যা মনে হচ্ছে সেখানেই আমরা কাজ করছি।
ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, বৃহস্পতিবার বিকেল থেকেই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন। আশা করি অন্যান্য সময়ের তুলনায় এবার ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।
মাহিদুল মাহিদ/ওএফ