ঝিনাইদহের বিভিন্ন মার্কেটে অগ্নিঝুঁকি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে বিভিন্ন মার্কেটের মালিকদের অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতন করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম বলেন, মার্কেটে অগ্নিনির্বাপক বিভিন্ন যন্ত্রপাতি থাকতেই হবে। শর্টসার্কিট থেকে আগুন লাগা কীভাবে এড়ানো সম্ভব তা নিয়েও পরামর্শ দেন তিনি।

পৌর মেয়র কাইউম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, বিভিন্ন মর্কেটে অগ্নিনির্বাপক কিছুই নেই। দ্রুত সেগুলোর ব্যবস্থা করতে হবে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুস সালাম বলেন, দোকান বন্ধের সময় অপ্রয়োজনীয় বিদ্যুতের সুইচ বা প্লাগ বন্ধ রাখতে হবে। ছেড়া বা ফাটা তার দ্রুত মেরামত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আশিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানাসহ অন্যান্য কর্তাব্যক্তিরা।

আব্দুল্লাহ আল মামুন/এবিএস