ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি-সম্প্রীতি ও সুদৃঢ় ঐক্য কামনা করে মোনাজাত করা হয়।

প্রচন্ড তাপদাহের মধ্যেও আঞ্জুমান ঈদগাহ মাঠ ভরে যাওয়ায় বাইরের সড়কে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন। পরে এ মাঠেই সকাল পৌনে ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

নামাজের আগে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত ও সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত, আকুয়া মার্কাজ মসজিদের মাঠে সকাল সোয়া ৭টায়, ময়মনসিংহ মার্কাজ মসজিদে সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল সাড়ে ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং সকাল পৌনে ৮টায় জেলাখানা মসজিদসহ জেলার দুই হাজার ৪৫০টি মাঠ এবং বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদ ও ঈদের জামাতকে ঘিরে ময়মনসিংহজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন।

উবায়দুল হক/এবিএস