সিরাজগঞ্জে তুলা কারখানায় আগুন, হার্ট অ্যাটাকে শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জে তুলা কারখানায় আগুন নেভাতে গিয়ে হার্ট অ্যাটাকে জহুরুল ইসলাম তালুকদার (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মোহাম্মদ হোসেন (৬৫) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের রাণীগ্রাম আনসার ক্যাম্প সংলগ্ন তুলা কারখানায় এ ঘটনা ঘটে।
জহুরুল ইসলাম তালুকদার খোকসাবাড়ী ইউনিয়নের গুনেরগাতী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শামীমুর রহমান। তিনি বলেন, নিহত ব্যক্তি আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে এলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর আব্দুল হামিম ঢাকা পোস্টকে বলেন, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়-ক্ষতি ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী ঢাকা পোস্টকে বলেন, আগুন লাগার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
শুভ কুমার ঘোষ/এসপি