টাঙ্গাইলে ব্যবসায়ীদের সঙ্গে শিফটের মতবিনিময়

টাঙ্গাইলে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের শিফট প্রজেক্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) সকালে টাঙ্গাইল পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে শিফট প্রজেক্টের আওতায় ডিনেট ও ইউএনসিডিএফ সভার আয়োজন করে। এর প্রতিপাদ্য ছিল ‘ব্যবসাতে প্রযুক্তি, দিন দিন উন্নতি’।

মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অংশ নেন টিভি টুডের চিফ রিপোর্টার সাজেদ রোমেল, রাইজিংবিডি.কমের সারাবাংলা ডেস্ক ইনচার্জ ইবনুল কাইয়ুম সনি, ঢাকা পোস্টের সহসম্পাদক ওমর ফারুক আকন্দ, ঢাকার রমনা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিনেটের ডেপুটি ডিরেক্টের আসিফ আহম্মেদ তন্ময়। টাঙ্গাইলের ভিক্টোরিয়া ব্যবসায়ী সমিতি, ছয়আনী বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এতে অংশ নেন।

আলোচনা সভায় টাঙ্গাইলের ভিক্টোরিয়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বর্তমান সময়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। সমিতি ব্যবসায় প্রযুক্তির ব্যবহার ও উৎকর্ষতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করে।

কালিহাতীর ক্ষুদ্র ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, শিফট প্রজেক্ট থেকে প্রশিক্ষণ নেওয়ার পর আমি ব্যবসায়ের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পেরেছি। ট্রেনিংয়ে শেখানো সব বিষয়ই ব্যবসা সহায়ক। ব্যবসার নানান কলা কৌশল সম্পর্কে বোঝানো হয়েছে।

ক্ষুদ্র ব্যবসায়ী সঞ্জয় মিত্র জানান, শিফটের কর্মশালায় মুদি ব্যবসার উন্নয়নে বিভিন্ন প্রয়োজনীয় বিষয় শেখানো হয় থাকে।

ওএফ/এমএইচএস