গাজীপুর সিটি নির্বাচন
মা ও নিজের মনোনয়নপত্র জমা দিলেন জাহাঙ্গীর
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। এ সময় তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্রও জমা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বঙ্গতাজ অডিটরিয়ামে যান জাহাঙ্গীর আলম। এর কিছু সময় পর প্রথমে তার মা জায়েদা খাতুনের ফরম জমা দেন। এরপর কর্মী-সমর্থকরা জাহাঙ্গীর আলমের নামে সংগ্রহ করা ফরম রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।
বিজ্ঞাপন
এ সময় জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি নির্বাচন যাতে উৎসবমুখর পরিবেশে হয় এবং সবাই যেন স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে সেজন্য রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামকে আহ্বান জানান।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই মনোনয়নপত্র জমা দিচ্ছেন গাজীপুর সিটি নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে। প্রতীক বরাদ্দ হবে ৯ মে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ সিটিতে ভোট করা হবে বলে জানিয়েছে ইসি।
শিহাব খান/ এমজেইউ