মেহেরপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
নুর ইসলাম হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের নুর ইসলাম হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২২ মার্চ) দুপুরে মেহেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্তরা হলেন হিজুলি গ্রামের আইজুদ্দিনের ছেলে সাগর, আলি মহালদারের ছেলে মোহাম্মদ হক, নজর উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম, মফিজ উদ্দিনের ছেলে সোনা ও গোভিপুর গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে আলফাজ। সাজাপ্রাপ্ত সাগর ও মোহাম্মদ হককে কারাগারে পাঠানো হয়েছে। অপর তিনজন পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২০ মার্চ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হিজুলি গ্রামের নুর ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়। পরদিন সকালে হিজুলি গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
এ ঘটনায় নিহতের স্ত্রী সাকেলা খাতুন বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল পাঁচ আসামির বিরুদ্ধে চার্জশিট দেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আসাদুল আজম খোকন মামলা পরিচালনা করেন।
মুস্তাফিজুর রহমান/এএম