শরীয়তপুর-চাঁদপুর সড়কে ট্রাক উল্টে যানবাহন চলাচল বন্ধ
শরীয়তপুর-চাঁদপুর সড়কে একটি মালবাহী ট্রাক উল্টে গেছে। সড়কে আড়াআড়িভাবে ট্রাকটি পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে একটি মালবাহী ট্রাকটি শরীয়তপুর সদর উপজেলার মধ্যপাড়া এলাকায় সড়কের উপর উল্টে যায়। মাছ ও গবাদিপশুর খাদ্য বোঝাই করে ট্রাকটি মাদারীপুর হতে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা করেছিল। দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কে শতাধিক গাড়ি আটকা পড়েছে। ছোট যানবাহনগুলো বিকল্প সড়ক ধরে চলাচল করছে।
বিজ্ঞাপন
ট্রাফিক পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর সড়কটি জেলা শহরের মনোহর বাজার থেকে ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত ৩৫ কিলোমিটার। সড়কটি দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৩০টি জেলার যানবাহন চট্রগ্রাম অঞ্চলে যাতায়াত করে। সড়ক থেকে ট্রাকটি এখন পর্যন্ত সরাতে না পারায় কোনো ধরণের যানবাহন চলাচল করতে পারছে না। ওই সড়ক দিয়ে স্থানীয় ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার যানবাহন চলাচল করে। এমন পরিস্থিতে স্থানীয় ও ছোট যানবাহন বিকল্প সড়ক দিয়ে চলাচল করছে। অন্যদিকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও চট্রগ্রাম অঞ্চলের যাতায়াত করা যানবাহনসমূহ আটকা পড়েছে।
মাছ ও গবাদিপশুর খাদ্য ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যাওয়ার সময় ট্রাকের চালক ও সহকারী আহত হন। তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শরীয়তপুর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, তারা প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই প্রশাসন) নিজাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, মালবাহী ট্রাকটি সরানোর জন্য আমরা মাদারীপুর থেকে রেকার নিয়ে আসছি। চালক ও হেল্পার উপস্থিত নেই বলে ট্রাকটি সরানো যাচ্ছে না। এখন তেমন যানজট নেই। বিকল্প পথে ছোট গাড়িগুলো চলছে।
আরকে