বরগুনার বেতাগীতে ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বেতাগীর মোকামিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম মো. সালাউদ্দীন (২০)। তিনি মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং বেতাগী সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র।

জানা গেছে, উপজেলার মোকামিয়া ইউনিয়নের একই এলাকার মনসুর আলী বেপারীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল কলেজছাত্র সালাউদ্দিনের। রোববার (৩০ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সালাউদ্দিন মোকামিয়া লঞ্চঘাট এলাকায় আসেন। এখানে পূর্ব বিরোধের জেরে মনসুর আলী বেপারীর সাথে কাটাকাটি হয় নিহত কলেজছাত্রের। 

একপর্যায় মনসুর আলী বেপারীর সঙ্গে থাকা ছুরি দিয়ে সালাউদ্দিনকে পেটে আঘাত করলে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এই হত্যার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

খান নাঈম/এসকেডি