রূপগঞ্জে তিতাসের অভিযান
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিনব উপায়ে অবৈধ গ্যাস বেলুন ব্যবহারকারীদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি প্রতিনিধি দল।
সোমবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা ও চনপাড়া এলাকার প্রায় ৪০ গ্রামের এসব অবৈধ সংযোগের মূল পাইপ কেটে দেয়া হয়।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, ভিজিল্যান্সের জিএম সাইফুল ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জের ডিএমডি প্রকৌশলী মমিনুল হক, রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির, সোনারগাওঁ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ডা. প্রদীপ চন্দ্র মন্ডল, ব্যবস্থাপক মিসবাহ-উর রহমান প্রমুখ।
তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ বলেন, অভিনব উপায়ে অবৈধ গ্যাস বেলুন ব্যবহারের কথা শোনার পর তাৎক্ষণিক আমার অভিযান পরিচালনা করে কায়েতপাড়ার প্রায় ৪০টি গ্রামের গ্যাস বেলুন লাইন বিচ্ছিন্ন করেছি। এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। একদল কুচক্রি এসব অবৈধ সংযোগ গ্যাস লাইন সংযোগ দিয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে উপজেলা নির্র্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান বলেন, প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে এ অবৈধ গাস বেলুন সংযোগ দেওয়া হয়েছিল। কিছু অসাধু ঠিকাদার এ ধরনের অবৈধ ঝুঁকিপূর্ণ গ্যাস বেলুন সংযোগ দিয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত এ বিচ্ছিন্ন অভিযানের ব্যবস্থা করেছি।
মাহবুবুর রহমান ভূঁইয়া/এমএএস