ওষুধ সিন্ডিকেটের হাত থেকে বাঁচানোর দাবি
ফরিদপুরে ওষুধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবি জানিয়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন ফরিদপুরবাসীর ব্যানারে এ দাবি জানিয়ে গতকাল মানববন্ধন হয়েছে।
সাধারণ জনগণকে ওষুধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ফরিদপুরের সকল ওষুধের দোকানে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ফরিদপুর জেলা শাখা কর্তৃক অবৈধ সিন্ডিকেট তৈরি করে সর্বোচ্চ মূল্যে ওষুধ বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। কোনো বিক্রেতা সর্বোচ্চ খুচরা মূল্যের কম দামে ওষুধ বিক্রি করলে ড্রাগিস্টস্ সমিতির মাধ্যমে ওই বিক্রেতাকে তিরষ্কার করা হয়। ফলে সব দোকানদার বাধ্য হয়ে সর্বোচ্চ মূল্যে ওষুধ বিক্রি করেন। এতে সাধারণ জনগণ থেকে শুরু করে সব শ্রেণির ক্রেতারা ওষুধের দামের ক্ষেত্রে নির্ধারিত ছাড় থেকে বঞ্চিত হচ্ছেন।
ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘরের সভাপতি পারভেজ হোসেনের সভাপতিত্বে ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবী সংগঠন মুক্ত সমাজের মোহাম্মদ রাজিব, উই কেয়ারের সঞ্জয় সাহা, আমরা ক‘জনের সমন্বয়ক আলিম হায়দার তুহিন, ব্লাড লিংক-এর সমন্বয়ক খায়রুল ইসলাম রোমান প্রমুখ।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা সিন্ডিকেটের মাধ্যমে সর্বোচ্চ খুচরা মূল্যে ওষুধ বিক্রি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, আগে একজন গরিব মানুষ ওষুধের গায়ে লিখিত মূল্য থেকে কিছুটা ছাড় পেত। কিন্তু বর্তমানে ওষুধ সমিতি প্রত্যেক দোকানিকে ওষুধের গায়ে লিখিত মূল্যে ওষুধ বিক্রি করতে বাধ্য করছে।
তারা আরও বলেন, সর্বোচ্চ দামে ওষুধ বিক্রি করতে অনেক বিক্রেতাই চায় না ।তবে সমিতির ওই নির্দেশনার কাছে নতি স্বীকার করে বাধ্য হয়ে তাদের বেশি দামে ওষুধ বিক্রি করতে হয়।
মানববন্ধন শেষে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
জহির হোসেন/এনএফ