পটুয়াখালীতে কৃষকদের উপকারে আসছে না কৃষি আবহাওয়া বাতায়ন
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সমন্বয়ে বার্মিজ পোর্টাল চালুু করেছে সরকার। এ সম্পর্কে প্রচারণা না থাকায় পটুয়াখালীর কৃষকদের কাজে আসছে না কৃষি আবহাওয়া বাতায়নটি। ফলে ভালো ফলন পাচ্ছে না উপকূলের কৃষকরা।
সদর উপজেলার উত্তর ধরান্দি এলাকার কৃষক মো. শহিদুল বলেন, কৃষি সম্পর্কে আমাদের ভালো জ্ঞান নেই। কোন সময় সার ও পানি দিতে হয় তাও জানি না। সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে না পারার কারণে ফসলের ভালো ফলন হচ্ছে না। আমরা সব সময় ক্ষতির মধ্যে থাকি। কৃষি আবহাওয়া সম্পর্কে ধারণা পেলে আমরা উপকৃত হতাম।
বিজ্ঞাপন
গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কালারাজা গ্রামের বাসিন্দা মো. রফিক মিয়া বলেন, আমরা কৃষক মানুষ। পড়াশোনা করিনি। নাম লিখতে জানি না। বাপ-দাদা কাছ থেকে শেখা কৃষিকাজ এখনও করছি। কোন সময় কী করতে হয় না জানার কারণে বাজারে ভালো দাম পাই না।
তিনি আরও বলেন, কৃষি স্যাররাও আসেন না। হেগো আনতে গেলে তো টাকা দেওয়া লাগে। আমাদের মতো গরিব মানুষের জন্য আবার আবহাওয়া আছে! অ বড়লোকগো লইগ্গা।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা রফিক মিয়া ঢাকা পোস্টকে বলেন, সরকার কৃষকদের উপকারের জন্য লাখ লাখ টাকা দিয়ে কৃষি আবহাওয়া পোর্টাল তৈরি করছে। কিন্তু প্রচারণা না থাকা ও মানুষ না জানায় কৃষকদের কোনো উপকারে আসছে না এ পোর্টাল। সরকারের কাছে দাবি, আগে কৃষকদের এ সম্পর্কে জানানো হোক। তাহলে সরকারের উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এ কে এম মহিউদ্দিন বলেন, কৃষি আবহাওয়া সম্পর্কে মাঠ পর্যায়ে উপজেলা কর্মীরা কাজ করেন।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মাসুদ রানা ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সমন্বয়ে বার্মিজ পোর্টাল (http://live3.bmd.gov.bd/bn/p/Agromet-Forecast/) চালু রয়েছে। এই লিংকে প্রবেশ করলে কৃষি আবহাওয়া সম্পর্কে জানতে পারবেন। এই সাইটটি কৃষকদের উপকারের জন্য তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলার জন্য বায়ু, তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, বাসপো দেওয়া আছে। কৃষি আবহাওয়া পূর্বাভাস পুরোপুরি আলাদাভাবে প্রকাশ করা হয়। যদি কৃষক ভাইরা আবহাওয়ার পূর্বাভাস দেখে কাজ করেন তাহলে কৃষিতে তারা লাভবান হবেন।
আরও পড়ুন: আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত নিয়মিত আবহাওয়া আপডেট।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসপি