টিকা নেওয়ার ৪২ দিন পর করোনায় আক্রান্ত ডেপুটি সিভিল সার্জন
মোস্তাফিজুর রহমান
প্রথম ডোজ টিকা নেওয়ার ৪২ দিন পর করোনায় আক্রান্ত হয়েছেন কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান। সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি জেলায় ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার দিন তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা নেন। কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করায় রোববার (২১ মার্চ) তিনি করোনা পরীক্ষার নমুনা দেন।
বিজ্ঞাপন
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনার উপসর্গ দেখা দেওয়ার পর ডেপুটি সিভিল সার্জন ছুটি নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। গতকালের থেকে তার অবস্থা ভালো।
এসকে রাসেল/এসপি
বিজ্ঞাপন