মেয়র প্রার্থী হওয়ায় দুদক আমাকে তলব করেছে : রুপন
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ মে) সকালে তিনি দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ে হাজির হন। এক ঘণ্টারও বেশি সময় তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
কামরুল আহসান রুপন ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে।
বিজ্ঞাপন
কামরুল আহসান রুপন বলেন, আমার দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। তবে আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রার্থী হচ্ছি। প্রার্থী হওয়ার কারণেই দুদক আমাকে হয়রানি করতে তলব করেছে। দুদক সরকারি প্রতিষ্ঠান, আমাকে তলব করার পেছনে সরকারের ইন্ধন রয়েছে।
তিনি বলেন, বরিশালে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী বিধান লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ওই প্রার্থীর পক্ষে স্লোগান হচ্ছে, তার প্রার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরকার দলীয় প্রার্থী যা ইচ্ছা সেটাই করতে পারছেন অথচ আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পরিকল্পিতভাবে সরকার দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করে আমাকে চাপে রেখেছে।
বিজ্ঞাপন
কামরুল আহসান রুপন বলেন, দুদক যে তথ্য চেয়েছে তাতে আমি গৃহবন্দী অবস্থায় রয়েছি। আমার পূর্বপুরুষের সম্পত্তির হিসেব দিতে বলেছে। আমি সর্বোচ্চ আমার বাবা বা দাদার আমলের সম্পত্তি সম্পর্কে তথ্য জানি। কিন্তু তাদের পূর্বপুরুষ কীভাবে সম্পত্তির মালিক হয়েছেন সেই তথ্য আমি কীভাবে দিব? শুধু আমাকে না আমার মা-বোনকেও তলব করেছিল। আমি আজ দুদক কার্যালয়ে হাজির হয়ে যতদূর সম্ভব তথ্য দিয়েছি।
তিনি বলেন, সরকার চায় না ১৪ দলীয় তাদের জোট ছাড়া অন্য কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করুক। সরকার চাইছে জাতীয় পার্টির মতো কিছু দালাল দল নিয়ে পাতানো নির্বাচন করতে। এর বাইরে প্রার্থী হলেই চাপ প্রয়োগ করা হচ্ছে।
এদিকে রুপনকে তলবের বিষয়ে দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।
প্রসঙ্গত, আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর