উখিয়ায় প্রতিবেশীর ‘দায়ের কোপে’ নারীনেত্রী নিহত
কক্সবাজারের উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর দায়ের কোপে লুলু আরা মারজান (৪৫) নামের এক নারীনেত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ মে) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম পালংখালীতে এ ঘটনা ঘটে।
নিহত লুলু আরা মারজান ওই এলাকার আলমগীর মেম্বারের মেয়ে। তিনি পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী ছিলেন।
বিজ্ঞাপন
নিহতের বড় মেয়ে জানান, তাদের প্রতিবেশী জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইউসুফ জমি সংক্রান্ত বিরোধের জেরে তার মাকে কুপিয়ে হত্যা করেছে।
এ বিষয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
সাইদুল ফরহাদ/এমজেইউ