বিলবোর্ড-তোরণ অপসারণে এমপিকে পৌর মেয়রের চিঠি
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সড়কে স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল মমিন মন্ডলের প্রচারণামূলক বিলবোর্ড, লোহার তৈরি স্থায়ী তোরণ ও ব্যানার অপসারণে চিঠি দিয়েছেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। চিঠিতে নির্দিষ্ট সময়ের মধ্যে এসব তোরণ ও বিলবোর্ড অপসারণ করতে বলা হয়েছে।
গত ২ মে পৌরসভার অফিস সহকারী এমপি আব্দুল মমিন মন্ডলের বাসায় চিঠিটি পৌঁছে দিয়েছেন বলে পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
গত ৩০ এপ্রিল মেয়রের স্বাক্ষর করা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জের সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি পৌর এলাকার অংশে রাস্তার দুই ধারে এমপি আব্দুল মমিন মন্ডলের নির্দেশে অবৈধভাবে বিভিন্ন ধরনের বিলবোর্ড, স্থায়ী লোহার তোরণ ও লম্বা ব্যানার স্থাপন করা হয়েছে। এতে বিভিন্ন সময়ে যানবাহন চলাচলে অসুবিধার পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। সেই সঙ্গে নষ্ট হচ্ছে পৌর এলাকার সৌন্দর্যও।
এছাড়াও তোরণসমূহ স্থাপনের কারণে পৌর বিধির চতুর্থ তফসিলের ১০৮ ধারা লঙ্ঘিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। পৌরসভার সৌন্দর্য রক্ষা ও জানমালের ক্ষতি এড়াতে আগামী ১৫ মের মধ্যে লোহার তোরণ, বিলবোর্ড ও ব্যানারগুলো অপসারণের অনুরোধ জানানো হয়।
বিজ্ঞাপন
এ ব্যাপারে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, পৌরসভার সৌন্দর্য রক্ষা এবং জনগণের জানমালের ক্ষতি এড়াতে এসব তোরণ ও ব্যানার অপসারণ করার জন্য ইতোপূর্বে মৌখিকভাবে এমপিকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
তিনি বলেন, এ বিষয়ে গত ৩০ নভেম্বর পৌরসভার মাসিক সভার আলোকে চিঠিটি পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু এমপির সম্মানের কথা ভেবে আমরা চিঠি ইস্যু না করে সময় দিয়েছি। তারপরও তোরণ ও ব্যানারগুলো অপসারণ না করায় পৌর এলাকার সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে চিন্তা করে এ কারণে বাধ্য হয়ে চিঠি ইস্যু করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত, আব্দুল মমিন মন্ডল এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আটটি স্থায়ী তোরণ নির্মাণ করা হয়েছে। তোরণ নির্মাণে রাস্তার দুই পাশে গাইড ওয়ালের অদূরে গভীর গর্ত খুঁড়ে লোহার পিলার পুঁতে সেটা ইট-বালু ও সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়েছে।
সারা বছর বিভিন্ন জাতীয় ও দলীয় কর্মসূচি উপলক্ষ্যে এসব স্থায়ী ও অস্থায়ী তোরণে এমপি আব্দুল মমিন মন্ডলের ব্যানার ফেস্টুন লাগানো হয়। পৌর এলাকার বিভিন্ন স্থানেও বড় বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে। স্থানীয় সড়ক বিভাগও তোরণ সরাতে চিঠি দিলেও এ বিষয়ে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
শুভ কুমার ঘোষ/আরএআর