পুলিশের দাবি রেজাল্ট পরিবর্তন চক্রের সঙ্গে জড়িত সাব্বির
এসএসসি পরীক্ষায় জিপিএ পরিবর্তন চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন।
এর আগে মঙ্গলবার ভোররাতে গাইবান্ধার সুন্দরগঞ্জের ভাটি কাপাসিয়া দালালপাড়া এলাকা থেকে আটক তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম সাব্বির হোসাইন (১৯)। সে ওই এলাকার কছিম উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
চক্রটি বিভিন্ন সময় এসএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল পরিবর্তন করে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) পোস্ট দিত এবং বিকাশ নম্বর দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কামাল হোসেন জানান, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় পুলিশের সাইবার পেট্রোলিং টিম সোস্যাল মিডিয়াতে প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবর্তন চক্রের বিষয়ে মনিটরিং শুরু করে। চলমান তদারকিতে গত ৮ মার্চ সকালে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এক পুলিশের ব্যবহত ফেসবুক আইডি থেকে দেখা যায় BD Nizam Uddin ফেসবুক আইডি থেকে (লিংক- https://www.facebook.com/10007693534***) চলমান এসএসসি পরীক্ষার জিপিএ পরিবর্তনের (রেজাল্ট চেঞ্জ) জন্য ফেসবুকে পোস্ট করা হয়েছে। একই সঙ্গে সেখানে একটি বিকাশ নম্বর দিয়ে টাকা চাওয়া হয়। পরে পুলিশ তথ্য অনুসন্ধান করে ওই আইডি এবং বিকাশ নম্বর ব্যবহারকারীকে সনাক্ত করে। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার ভোর রাতে সুন্দরগঞ্জের ভাটিকাপাশিয়া দাদালপাড়া এলাকা থেকে সাব্বির হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
এসময় তার কাছ থেকে টেকনো স্পার্ক ৫-প্রো একটি মোবাইল ফোন BD Nizam Uddin লগইন অবস্থায় পাওয়া যায় এবং দুটি সিমসহ মোবাইলটি জব্দ করা হয়।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগরে পাঠানো হবে।
রিপন আকন্দ/এমএএস